Site icon Jamuna Television

মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, নিহত ৩

যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ে এলোপাতাড়ি গুলিতে প্রাণ হারালেন কমপক্ষে ৩ জন। সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাতের এ হামলায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছে। খবর রয়টার্সের।

টুইটবার্তায় বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং স্থানীয় পুলিশ প্রশাসন। তারা জানায়, স্থানীয় সময় রাত সাড়ে ৮টা নাগাদ শুরু হয় হামলা। শিক্ষা প্রতিষ্ঠানের দুটি এলাকায় গুলি ছোড়ে মুখোশ পরা সন্দেহভাজন ব্যক্তি। আবাসিক হল বার্কে এবং ক্রীড়াঙ্গন আইএম ইস্ট ছিলো তার লক্ষ্য।

খবর পেয়েই তল্লাশি শুরু করে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বাহিনী। কিন্তু তিন ঘণ্টার অভিযানেও ধরাছোঁয়ার বাইরে হামলাকারী। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত শিক্ষার্থী-শিক্ষক এবং কর্মকর্তাদের ঘরে থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। আগামী ৪৮ ঘণ্টার জন্য সব ক্লাস-পরীক্ষা এবং নিয়মিত কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

এটিএম/

Exit mobile version