Site icon Jamuna Television

চট্টগ্রামে ওএমএস’র চাল বিক্রিতে দীর্ঘ লাইন, খালি হাতে ফেরত অনেকে

খোলাবাজারে ন্যায্যমূল্যের চালের জন্য চট্টগ্রামে দিনদিন দীর্ঘ হচ্ছে মানুষের লাইন। বন্দরনগরীর ১৪টি পয়েন্টে ওএমএস’র ট্রাক ঘিরে প্রতিদিন লেগে আছে ভিড়। ৩০ টাকা দামের চাল কিনতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়ান সীমিত আয়ের মানুষ। তবে চাহিদার তুলনায় সরবরাহ কম বলে খালি হাতে ফিরতে হয় অনেককে।

চট্টগ্রামের যেখানেই ওএমএসের চালের ট্রাক, সেখানেই মানুষের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। অনেকে দাঁড়ান ভোরবেলা থেকে। চালের বাজারে অস্থিরতা, ঊর্ধ্বমুখী দাম। তাই সীমিত আয়ের মানুষের ভরসা এই ওএমএসের চাল।

বাজারে সবচেয়ে নিম্নমানের মোটা চালের দামও ৫০ টাকা ছাড়িয়েছে। সে তুলনায় ওএমএসে আতপ চাল মিলছে ৩০ টাকায়। এই সাশ্রয়টুকুর জন্য দীর্ঘ অপেক্ষায়ও ক্লান্তি নেই নিম্ন ও মধ্য আয়ের মানুষের।

চট্টগ্রাম মহানগরীর ১৪টি পয়েন্টে খোলা ট্রাকের মাধ্যমে দিনে ২৮ টন চাল বিক্রি হয়। কিন্তু চাহিদা আরও বেশি। ফলে খালি হাতে ফিরতে হচ্ছে অনেককে। দিন দিন ক্রেতার লাইন দীর্ঘ হলেও চাহিদার তুলনায় চাল সরবরাহ কম বলছেন ডিলাররা।

চট্টগ্রামের খাদ্য পরিদর্শক খালেদ রওশন বলেন, এখানে ৫ কেজি করে চাল সর্বোচ্চ ৪০০ জনকে দেয়া যায়। আমরা পুরোটাই ইউটিলাইজ করি। যদি পয়েন্ট বাড়ায় বা পরিমাণ বাড়ায় তাহলে মানুষ উপকৃত হবে।

খাদ্যবান্ধব কর্মসূচীর আওতায় চট্টগ্রামে ১৫ উপজেলায়ও চলছে চাল বিক্রি। পাশাপাশি ন্যায্যমূল্যে আটা, ময়দা, তেল ও ডাল দেয়ার দাবি সাধারণ মানুষের।

এটিএম/

Exit mobile version