Site icon Jamuna Television

হাতিরঝিলে অবমুক্ত হলো ৩০০ হাঁস

জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে রাজধানীর হাতিরঝিল লেকে অবমুক্ত করা হয়েছে হাঁস।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে পুলিশ প্লাজা সংলগ্ন দ্বীপ থেকে বিভিন্ন জাতের ৩০০টি হাঁস অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যানসহ উর্ধ্বতন কর্মকতারা।

রাজউক চেয়ারম্যান মো. আনিছুর রহমান মিঞা বলেন, হাঁস ছাড়ার প্রধান উদ্দেশ্য হাতিরঝিলের সৌন্দর্য বর্ধন। যারা হাতিরঝিলে ঘুরতে আসবেন, কিংবা বোটে করে চলাচল করেন, তারা এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এক প্রশ্নের জবাবে রাজউক চেয়ারম্যান জানান, হাঁস রক্ষণাবেক্ষণের জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। পানির দুর্গন্ধ দূরীকরণসহ হাতিরঝিলে এ ধরনের আরও নানা উদ্যোগের কথা জানান তিনি।

আরও পড়ুন: ফাগুনের হাওয়া লেগেছে বইমেলায়

/এম ই

Exit mobile version