Site icon Jamuna Television

ফারদিন হত্যা মামলা: ডিবিরি তদন্ত প্রতিবেদনে নারাজি দেবেন বাদী

নিহত বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ। ফাইল ছবি।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশের মৃত্যুর ঘটনায় করা মামলায় গোয়েন্দা পুলিশের দেয়া চূড়ান্ত প্রতিবেদনের ওপর নারাজি দিতে বাদী পক্ষের সময় আবেদন মঞ্জুর করেছেন আদালত। আগামী ১৬ মার্চ পর্যন্ত সময় দিয়ে সেদিন এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শান্ত ইসলাম মল্লিকের আদালত বাদী পক্ষের আবেদন মঞ্জুর করেন। আদালতে ফারদিনের বান্ধবী আমাতুল্লাহ বুশরা হাজির ছিলেন। তার পক্ষে স্থায়ী জামিন চেয়ে শুনানি করেন অ্যাডভোকেট হাবিবুর রহমান। পরে এ মামলায় ডিবির দেয়া চূড়ান্ত প্রতিবেদন ওপর বাদীর আইনজীবীরা নারাজি দেয়ার সময় আবেদন করেন। আদালত সে আবেদন মঞ্জুর করেন।

গত ৪ নভেম্বর ফারদিন নিখোঁজ হওয়ার তিনদিন পর সন্ধ্যায় নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ। পরে এ ঘটনায় ফারদিনের বাবা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

/এমএন

Exit mobile version