Site icon Jamuna Television

সিলেটে সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা দিলেন স্থানীয় ক্রিকেটাররা

ছবি: সংগৃহীত

সিলেটে সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা দিয়েছেন স্থানীয় ক্রিকেটাররা। রেলিগেশন পদ্ধতিতে সিলেট প্রিমিয়ার লিগ আয়োজনের দাবিতে গতকাল সোমবার ((১৩ ফেব্রুয়ারি) সিলেট জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে বৈঠক করেছে সিলেটের ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। বৈঠকে ক্রিকেটারদের দাবি মানেনি সিলেট ক্রিকেট অ্যাসোসিয়েশন। যার পরিপ্রেক্ষিতে সিলেট জেলায় সব ধরনের ক্রিকেট বর্জনের ঘোষণা দেয় স্থানীয় ক্রিকেটাররা।

সিলেট জেলার শীর্ষ ক্রিকেট লিগে ১০টি দল দুইটি বিভাগে বিভক্ত হয়ে খেলার কথা। কিন্তু ক্রিকেটারদের দাবি, রাউন্ড রবিন লিগে হতে হবে টুর্নামেন্টটি। যেখানে সব দল একে অপরের বিপক্ষে খেলবে, থাকতে হবে অবনমন পদ্ধতি।

ছবি: সংগৃহীত

এ বিষয়ে সিলেট কোয়াব ও সিলেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি জাতীয় দলের ক্রিকেটার এনামুল হক জুনিয়র ফেসবুকে একটি পোস্টে লিখেছেন, আপনারা বললেন ফ্ল্যাট লিগ দিতে, কারণ এই বছর মাঠ নেই। আমরা রাজি হলাম গ্রুপ লিগ খেলতে, এখন বলছেন রেলিগেশন দিবেন না। রেলিগেশন ছাড়া কী লিগ ভাই? সিলেট ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন, আপনাদের বলছি, আমাদের অভিবাবক নাদেল ভাইয়ের দিকে তাকিয়ে আছি। যদি তাতে কোনো সমাধান না হয়, আমরা লিগ বয়কট করবো। আমি সিলেটের একাডেমির সব কোচদের অনুরোধ করবো, আপনারা একাডেমির খেলোয়াড়দের আমাদের সাথে থাকার অনুমতি দিন। আমরা আজকে প্রতিবাদ করছি সিলেটের ভবিষ্যৎ ক্রিকেটারদের জন্য। সিলেটের এতগুলো খেলোয়াড় যেখানে জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছে বা করছে, সেই জায়গায় ক্রিকেট লিগ এমন হতে পারে না।

/আরআইএম/এমএন

Exit mobile version