Site icon Jamuna Television

শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশের মেয়েরা

ছবি: সংগৃহীত

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শক্তিশালী অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকার গেবেখায় রাত ১১টায় শুরু হবে ম্যাচটি।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ খেলার মাত্র ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামবে নিগার সুলতানার দল। তা-ও আবার নারী ক্রিকেটের পরাশক্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে। এর আগে শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটের হার দিয়ে আসর শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। ওই ম্যাচে দারুণ বল করে নজর কেড়েছেন পেসার মারুফা আক্তার। ৩ উইকেট শিকার করেন এই পেসার।

অস্ট্রেলিয়ার বিপক্ষেও মারুফা আক্তারেই ভরসা অধিনায়ক নিগারের। এর আগে, সবশেষ ২০২০ বিশ্বকাপ আসরে মুখোমুখি হয়েছিল দুই দল। যেখানে অস্ট্রেলিয়ার কাছে ৮৬ রানের বড় ব্যবধানে হেরেছিল টাইগ্রেসরা।

/আরআইএম/এমএন

Exit mobile version