Site icon Jamuna Television

রাজবাড়ী‌তে গোলা‌পের পিস ৩০ থেকে ২০০ টাকা

ছবি: সংগৃহীত

রাজবাড়ী প্রতি‌নি‌ধি :

বসন্ত ও ভালোবাসা দিবস উপলক্ষে রাজবাড়ী‌তে চাহিদা বে‌ড়ে‌ছে ফু‌লের। এর মধ্যে সব‌চে‌য়ে বে‌শি চাহিদা গোলাপ ফু‌লের। প্রতি‌ পিস গোলাপ প্রকারভেদে ৩০ থে‌কে ২০০ টাকা পর্যন্ত বিক্রি হ‌চ্ছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থে‌কে দুপুর ১২টা পর্যন্ত রাজবাড়ী শহরের বড়পুল ও পান্নাচত্তর এলাকার ফুলের দোকান ঘু‌রে এমন চিত্র দেখা যায়।

প্রতি‌টি দোকা‌নে অন্যান্য দি‌নের তুলনায় কয়েকগুণ বে‌শি ফুল আমদানি করেছেন ব্যবসায়ীরা। তাদের বেশি দামে কিনতে হয়েছে ফুল। যার কারণে খুচরা পর্যায়ে দাম বে‌ড়ে‌ছে। দেশি গোলা‌প প্রকারভেদে ৩০ থে‌কে ১০০ টাকা এবং থাই গোলাপ প্রতি‌ পিস ২০০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি রজনীগন্ধা, জারবারা, টিউলিপ ফুলও বিক্রি হচ্ছে।

ক্রেতারা বলছেন, ভালোবাসা দিবসে প্রিয় মানুষের জন্য ফুল কিন‌ছেন। ত‌বে এ বছর দাম অনেক বে‌শি।

ফুল ব্যবসায়ীরা বলছেন, বসন্ত ও ভালোবাসা দিবস উপলক্ষে ভারতসহ দেশের বি‌ভিন্ন স্থান থে‌কে ফুল সংগ্রহ করেছেন তারা। দোকা‌নগুলোতে ৩০ টাকা থেকে ২০০ টাকার গোলাপ আছে। এবার দাম বে‌শি হ‌লেও বেচাকেনা ভালো।

ইউএইচ/

Exit mobile version