Site icon Jamuna Television

বিসিবিকে ‘না’ বলেননি শ্রীরাম!

ছবি: সংগৃহীত

গত বছর আগস্ট-সেপ্টেম্বর অনুষ্ঠিত এশিয়া কাপ থেকে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব নেন শ্রীধরন শ্রীরাম। তার সাথে বিসিবির চুক্তি ছিল অক্টোবর-নভেম্বরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। চুক্তির মেয়াদ ফুরিয়েছে ঢের আগেই। ক্রিকেট দলের প্রধান কোচও পরিবর্তন করেছে বিসিবি। সহকারী কোচ হিসেবে আলোচনায় ছিলেন শ্রীরাম। কিন্তু আলোচনার এক পর্যায়ে বিসিবির তরফে জানানো হয়, শ্রীরামকে আপাতত পাওয়া যাচ্ছে না। কিন্তু যমুনা নিউজকে শ্রীরাম জানালেন ভিন্ন কথা।

২০ ফেব্রুয়ারি ঢাকায় আসছেন বাংলাদেশের নতুন হেড কোচ চান্দিকা হাথুরুসিংহে। এর আগেই তার নতুন ডেপুটি নিয়োগ দেবার পরিকল্পনার কথা বলেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। কিন্তু ইংল্যান্ড সিরিজের আগে পাওয়া যাচ্ছে না সহকারী কোচ, সেটি মোটামুটি পরিষ্কার। বিসিবির ক্রিকেট অপারেসন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, এই ভারতীয় আইপিএল ছাড়তে না পারায় তার সার্ভিস নিতে পারছে না বোর্ড।

জালাল ইউনুস বলেন, আমার মনে হয় না শ্রীরামের উপস্থিতি পাওয়া যাবে। খুব সম্ভাবত সে বোধহয় এখন জয়েন করতে পারবে না। কারণ, আইপিএলের সাথে তার অনেক অ্যাসাইনমেন্ট আছে।

তবে যমুনা নিউজকে শ্রীরাম জানালেন ভিন্ন কথা। তার বক্তব্য, আমি বিসিবিকে ‘না’ বলিনি। বাংলাদেশ আমার হৃদয়ের খুব কাছে। আশা করছি ভবিষ্যতে ফিরে আসতে পারবো।

শ্রীরাম ফিরে আসতে চান, বিসিবিও তাকে চায়। কোন জায়গায় বিষয়টি আটকে গেছে সেটিই এখন প্রশ্ন।

/আরআইএম

Exit mobile version