Site icon Jamuna Television

আগামীকাল উদ্বোধন হবে রামপুরা-নতুনবাজার ইউলুপ

রাজধানীর যানজটের অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট রামপুরা-নতুনবাজার সড়ক। সেই সড়কেই মেরুল এলাকায় চালু হতে যাচ্ছে আরেকটি ইউলুপ। নতুন এই ইউলুপটি দিয়ে হাতিরঝিল থেকে বাড্ডা এলাকায় যানজট ছাড়াই যাওয়া-আসা করা যাবে।

আগামীকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে নতুন এই সংযোগ সড়কের উদ্বোধন করবেন। এরপর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে বলে জানা গেছে।

যান চলাচলের গতি বাড়াতে সমন্বিত হাতিরঝিল প্রকল্পের আওতায় এই ইউলুপ নির্মাণ করা হয়েছে। এটি নির্মাণে ব্যয় হয়েছে ৬৫ কোটি টাকা।

বিশেষজ্ঞরা বলছেন, নতুন এই উদ্যোগটি রামপুরা-বাড্ডা এলাকাবাসীর জন্য নতুন দিগন্ত খুলে দিবে।

Exit mobile version