Site icon Jamuna Television

বিমানে মৃত সন্তান জন্ম দেয়ায় যাত্রী আটক

বিমানে মৃত সন্তান জন্ম দেয়ায় এক নারী যাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট পুলিশ। ভারতের এয়ার এশিয়ার একটি অভ্যন্তরীণ একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে। উড়োজাহাজটি গোহাটি থেকে দিল্লিতে যাচ্ছিল।

অবতরণ করার কিছক্ষণ আগে বিমানে কেবিন ক্রু টয়লেটে সদ্যো জন্ম নেয়া মৃত সন্তান দেখতে পান। পরে এ ঘটনায় এক ১৯ বছরের নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

মৃত সন্তান প্রসবকারী জানান, তিনি জানতেন না যে তিনি গর্ভবতী ছিলেন।

পুলিশ জানায়, এই নারী টয়লেটে সাড়ে সাত মাসের একটি মৃত সন্তান প্রসব করে। এবং সন্তানকে উড়োজাহাজের ফ্লোরেই ফেলে রেখে যায়।

বর্তমানে মৃতসন্তানের পোস্ট মর্টেম করতে হাসপাতালে পাঠানো হয়েছে ও সাথে সাথে ঔ নারীর পরিবারের সাথে যোগাযোগ করছে পুলিশ।

Exit mobile version