Site icon Jamuna Television

প্রথম ভ্যালেন্টাইনে গৌরিকে যে উপহার দিয়েছিলেন শাহরুখ

ছবি: সংগৃহীত

সুপারস্টার শাহরুখ খান ও গৌরি খান বলিউডের অন্যতম শক্তিশালী এক জুটি। তিন দশকের সংসার জীবনে তাদের ঘর আলো করে এসেছে তিন সন্তান।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) টুইটারে পাঠান সিনেমার এক প্রশ্নোত্তর পর্বে শাহরুখ যোগ দেন। পাঠানের পাশাপাশি সুপারস্টার ব্যক্তিগত প্রশ্নেরও উত্তর দেন এদিন।

বিশ্ব ভালোবাসা দিবসে এক ভক্ত শাহরুখের কাছে জানতে চান প্রথম ভ্যালেন্টাইনে শাহরুক গৌরিকে কী উপহার দিয়েছিলেন। প্রশ্নের জবাবে শাহরুখ বলেন, আমি যদি ভুলে না যায় তাহলে সেটি ছিল ৩৪ বছর আগে। আমি তাকে একজোড়া প্লাস্টিকের কানের দুল উপহার দিয়েছিলাম। খবর ইন্ডিয়া ডট কম’র।

শাহরুখ-গৌরির প্রথম দেখা হয় ১৯৮৪ সালে। শাহরুখের বয়স তখন ১৮ ও গৌরির মাত্র ১৪ বছর। একটি পার্টিতে গৌরি যখন তার বন্ধুর সাথে নাচছিল তখন শাহরুখ তাকে দেখে। গৌরি শাহরুখের সাথে মাত্র তিন সেকেন্ড কথা বলার তার সাথে প্রথম ‘ডেট’র তারিখ ঠিক করে ফেলেন।

দুই বছর প্রেমের পর তারা ১৯৯১ সালের ২৫ অক্টোবর বিয়ে করেন।

/এনএএস

Exit mobile version