Site icon Jamuna Television

মোবাইল চুরি হওয়ায় মাইক ভাড়া করে চোরকে গালি, ভিডিও ভাইরাল

অজ্ঞাত মোবাইল চোরকে মাইকে গালিগালাজ করছেন ভুক্তভোগী ফয়েজ মিয়া।

স্টাফ করেসপনডেন্ট, কিশোরগঞ্জ:

বাড়ি থেকে দুটি মোবাইল ফোন চুরি হওয়ায় মাইক ভাড়া করে নিয়ে চোরকে গালিগালাজ করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছেন কিশোরগঞ্জের ভৈরবের এক পান ব্যবসায়ী। এ ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ভৈরবের মানিকদী পুরানগাঁও এলাকায় মোবাইল চুরির ঘটনা ঘটে। পরে সোমবার (১৩ ফেব্রুয়ারি) চোরকে গালিগালাজের ১৯ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

জানা গেছে, ভুক্তভোগী মো. ফয়েজ মিয়া ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পুরানগাঁও এলাকার বাসিন্দা।

স্থানীয়রা মোবাইল দুটি উদ্ধারে থানায় জিডি করার পরামর্শ দিলে ফয়েজ মিয়া বলেন, আমি গরিব মানুষ। পানের দোকান দিয়ে সংসার চালাই। ফোন দুটি চুরি হওয়ায় অনেক ক্ষতি হয়েছে। তাই মাইক ভাড়া করে এনে চোরকে ইচ্ছামতো গালাগাল করে মনের ঝাল মিটিয়েছি। কেননা কিছুদিন আগে মোবাইলের কাগজপত্র হারিয়ে যাওয়ায় থানায় গিয়ে জিডি করতে পারিনি।

এএআর/

Exit mobile version