Site icon Jamuna Television

ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্র সচিব

ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রাতে বিমানবন্দরে তা‌কে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে বৈঠক করবেন ভারতের পররাষ্ট্র সচিব।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) ফরেন অফিস কনসালটেশন-এফওসি বৈঠকে যোগ দেবেন। এছাড়াও আগামী ৯-১০ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনের প্রস্তুতি নিয়ে আলোচনা করবেন।

পররাষ্ট্র সচিব হিসাবে এটাই বিনয় কোত্রার প্রথম ঢাকা সফর। ২০২২ সালের ১ মে নতুন পদে দায়িত্ব নেয়ার আগে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সফরসঙ্গী হিসেবে ঢাকায় এসেছিলেন তিনি।

/এনএএস

Exit mobile version