বঙ্গবন্ধুকে হত্যার পর ইতিহাস পাল্টে দেয়ার অপচেষ্টা হয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে মাতৃভাষা ইনস্টিটিউট গ্রন্থাগারে বিনামূল্যে বই বিতরণ অনুষ্ঠানে এমন অভিযোগ করেন তিনি।
মন্ত্রী বলেন, সকল প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধ নিয়ে চর্চা আরও বাড়াতে হবে। কারণ সবাইকে দেশের সঠিক ইতিহাস সম্পর্কে জানতে হবে। এ সময় শিক্ষামন্ত্রী কাউকে ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার আহ্বান জানান। বলেন, ধর্ম ব্যবহার করে যেনো কারও ওপর অত্যাচার করা না হয়।
ইউএইচ/

