Site icon Jamuna Television

সোহেল হত্যা মামলার আসামি শামিমসহ গ্রেফতার ২

চট্টগ্রামে বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাসিম আহমেদ সোহেল হত্যা মামলার আসামি শামিমসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তলও উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শামিমসহ দুই যুবক মোটরসাইকেল নিয়ে শুক্রবার ভোরে নগরীর সিটি গেটের দিকে যাচ্ছিলেন। চেকপোস্টে পুলিশ তাদের তল্লাশি করে মোটরসাইকেলের সিটের নিচে রাখা দুটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলিসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে একজন শিক্ষার্থী সোহেল হত্যা মামলার প্রধান আসামি বলে জানায় পুলিশ।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৯ মার্চ চট্টগ্রামে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের দামপাড়া ক্যাম্পাসে দিন-দুপুরে অসংখ্য শিক্ষার্থী ও সিসিটিভি ক্যামেরার সামনে ছুরিকাঘাতে সোহেলকে হত্যা করা হয়।

Exit mobile version