Site icon Jamuna Television

ভোলায় ভয়াবহ অ‌গ্নিকাণ্ডে ১১ দোকান পুড়ে ছাই

অগ্নিকাণ্ডের সময় তোলা ঘটনাস্থলের ছবি।

ভোলা প্রতি‌নি‌ধি:

ভোলার চর ফ্যাশ‌নে ভয়াবহ এক অ‌গ্নিকা‌ণ্ডে ১১টি দোকান পু‌ড়ে প্রায় ১ কো‌টি ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষ‌তি হয়েছে বলে দা‌বি করেছেন সেখানকার ক্ষ‌তিগ্রস্থ ব্যবসায়ী‌রা।

বুধবার (১৫ ফেব্রুয়া‌রি) ভোর রাতের দি‌কে চর ফ্যাশন উপজেলার শশীভূষণ থানার চেয়ারম্যান বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।

ক্ষ‌তিগ্রস্থ ব্যবসায়ী ও স্থানীয়রা জানিয়েছেন, প্রতি‌দিনের মতো মঙ্গলবার রাতেও তারা দোকান বন্ধ করে বা‌ড়ি চলে যান। ভোর প্রায় ৫টার দিকে তারা স্থানীয়দের কাছে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনয়াস্থলে ছুটে যান। পরে স্থানীয়দের সহযোগীতায় ফায়ার সা‌র্ভিস‌ ও থানার পু‌লিশকে খবর দিলে ফায়ার সা‌র্ভিসের এক‌টি ইউ‌নিট এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। কিন্তু, ততক্ষণে ৭টি দোকান মালামালসহ পুরোপু‌রি ভস্মীভূত হয়েছে আর ৪টি দোকান মালামালসহ অর্ধেক পুড়ে গেছে। এতে প্রায় ১ কো‌টি ৩০ লাখ টাকার মতো ক্ষ‌য়ক্ষ‌তি হয়েছে বলে দা‌বি ক্ষ‌তিগ্রস্থ‌দের।

শশীভূষণ থানার এসআই মো. জা‌কির হোসেন জানান, বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আছে।

/এসএইচ

Exit mobile version