Site icon Jamuna Television

মাদারীপুরে বাসের চাপায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর

প্রতীকী ছবি।

স্টাফ করেসপনডেন্ট, মাদারীপুর:

মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত স্বপন শেখ (২৫) রাজৈর উপজেলার গঙ্গাবর্দী গ্রামের সোনামিয়া শেখের ছেলে। তিনি স্থানীয় একটি ফিলিং স্টেশনের কর্মী ছিলেন।

মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক গোলাম রসুল মোল্লা জানান, মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাতে ঢাকা-বরিশাল মহাসড়কে রাজৈর উপজেলার আমগ্রাম ব্রিজের ওপরে সাকুরা পরিবহনের একটি দ্রুতগামী বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক মোটরসাইকেল আরোহী নিহত হন।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। পরে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এএআর/

Exit mobile version