Site icon Jamuna Television

স্পেনের ক্যানারি দ্বীপ থেকে ৪২ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

স্পেনের ক্যানারি দ্বীপ থেকে উদ্ধার হয়েছে ৪২ অভিবাসনপ্রত্যাশী। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) তাদেরকে উদ্ধার করে দেশটির কোস্টগার্ড। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

খবরে বলা হয়, উপকূলের কাছেই ঝুঁকিপূর্ণ অবস্থায় একটি নৌকায় ভাসছিল তারা। নৌযানটি শনাক্ত করে অভিযান চালায় কোস্টগার্ড। উদ্ধার করে ৭ শিশুসহ ৪২ জনকে। তাদের মধ্যে ২০ জন পুরুষ এবং ১৫ জন নারী রয়েছেন।

দীর্ঘদিন সাগরে ভাসার কারণে কয়েকজন শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। উদ্ধারের পর তাদেরকে গ্রান ক্যানারি দ্বীপে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

সম্প্রতি আশঙ্কাজনক হারে বেড়েছে অবৈধ পথে ইউরোপ গমনের সংখ্যা। গেল মাসেও পাঁচ শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে স্পেন কর্তৃপক্ষ।

ইউএইচ/

Exit mobile version