Site icon Jamuna Television

বন্দুক সহিংসতা বন্ধে ভারী অস্ত্র ব্যবহার নিষিদ্ধের তাগিদ বাইডেনের

বন্দুক সহিংসতা বন্ধে ভারী অস্ত্র ব্যবহার নিষিদ্ধের তাগিদ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার ওয়াশিংটনে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব কাউন্টিসের সম্মেলনে দেয়া ভাষণে এ কথা বলেন তিনি। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

মিশিগানের মাস শ্যুটিংয়ের ঘটনার প্রতিক্রিয়ায় বাইডেন বলেন, এরইমধ্যে তার সরকার কঠোর বন্দুক সুরক্ষা আইন প্রণয়নের বিষয়ে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। ৫৭ বুলেটের ম্যাগাজিনের কোনো প্রয়োজনীয়তা নেই বলেও দাবি করেন তিনি।

গত সোমবার মিশিগান বিশ্ববিদ্যালয়ে এলোপাতাড়ি গুলিতে প্রাণ হারান কমপক্ষে ৩ জন। ওই হামলায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। পরে হামলাকারী নিজেও আত্মহত্যা করে। যদিও হামলার কারণ সম্পর্কে এখনো কোনো কিছু জানা যায়নি। ৪৩ বছর বয়সী ওই ব্যক্তির মানসিক সমস্যা ছিল বলে জানা গেছে।

বাইডেন বলেন, আমি সকলের প্রতি বন্দুক সুরক্ষা আইন আরও কঠোর করার আহ্বান জানাচ্ছি। এই সহিংসতা বন্ধে আমাদের অবশ্যই কিছু করতে হবে। এটি আমাদের কমিউনিটিগুলোকে বারবার ছিন্নভিন্ন করে দিচ্ছে। এরইমধ্যে গেল ৩০ বছরের মধ্যে সবচেয়ে কঠোর বন্দুক সুরক্ষা আইন পাস করানোর বিষয়ে আমরা উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছি। তবে আমাদের আরও অনেক কাজ এখনো বাকি।

ইউএইচ/

Exit mobile version