Site icon Jamuna Television

বরিশালে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে নিহত ১

ছবি: প্রতীকী

বরিশাল ব্যুরো:

বরিশালের উজিরপুরে যাত্রীবাহী দুই বাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। বুধবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার মুন্ডুপাশা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কামাল হোসেন সিকদার, শরীয়তপুর সদর উপজেলার কালাই গ্রামের বাসিন্দা। তিনি মাহফিলে অংশ নিতে চরমোনাই দরবার শরীফের উদ্দেশে যাচ্ছিলেন।

উজিরপুর থানার ওসি জানান, বরিশাল থেকে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাস অপর একটি ট্রাককে ওভারটেকের চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে আসা সুগন্ধা পরিবহনের প্রিয়া এন্টারপ্রাইজ নামের একটি বাসের সাথে সংঘর্ষ হয়। সুগন্ধা পরিবহনের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন কামাল হোসেন নামে এক যাত্রী। আহতদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই বাংলা মেডিকেলে ভর্তি করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা।

ইউএইচ/

Exit mobile version