Site icon Jamuna Television

৫ দিনে তুরস্কে ২২ মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশের উদ্ধারকারী দল

তুরস্কের ভূমিকম্পে পঞ্চম দিনের মতো ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কাজ চালাচ্ছে বাংলাদেশের সম্মিলিত উদ্ধারকারী দল। বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পাঁচ দিনে ২২ জনের মরদেহ উদ্ধার করেছে দলটি। একজনকে জীবিত উদ্ধার করতেও সক্ষম হয়েছেন তারা।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, ভূমিকম্প দুর্গতদের চিকিৎসা দিতে সেনাবাহিনীর মেডিকেল টিম দুটি ভাগে ভাগ হয়ে কাজ করছে। একটি স্থায়ী মেডিকেল সেন্টারে এবং অপরটি উদ্ধার অভিযান স্থানে প্রাথমিক চিকিৎসা সেবা দিচ্ছে। এই টিমে আছেন ১০ জন অভিজ্ঞ চিকিৎসক। একইসাথে বিনামূল্যে ওষুধ সরবরাহসহ স্থানীয়দের মাঝে ত্রাণও বিতরণ করছে বাংলাদেশের এই উদ্ধারকারী দল।

প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারি ৭.৮ ও ৭.৫ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত হয়েছে তুরস্ক ও সিরিয়া। এরই মধ্যে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪১ হাজার।

ভয়াবহ এ বিপর্যয়ের পরদিনই অর্থাৎ ৭ ফেব্রুয়ারি তুরস্কে উদ্ধারকারী দল পাঠানোর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ১০ ফেব্রুয়ারি তুরস্কে পৌঁছায় ৪৬ সদস্যের দলটি। এরপর থেকেই দেশটির পাশে থেকে রাতদিন উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী ও ফায়ারসার্ভিসের সমন্বয়ে পাঠানো এই দল।

এসজেড/

Exit mobile version