Site icon Jamuna Television

স্ত্রীর সঙ্গে বাজি ধরে শ্বশুরবাড়ি গিয়ে গরু চুরি!

গরু চুরির অভিযোগে আটক জুয়েলসহ তার তিন বন্ধু।

কুমিল্লা ব্যুরো:

কুমিল্লায় স্ত্রীর সঙ্গে বাজি ধরে শ্বশুরবাড়ি এলাকায় গরু চুরি করতে যাওয়া জামাইসহ ৩ জনকে আটক করেছে দেবিদ্বার থানা পুলিশ। বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জুয়ার টাকা জোগাতে স্ত্রীর সঙ্গে বাজি ধরেন জুয়েল নামে এক যুবক। পরে সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাতে তিন বন্ধুকে নিয়ে বরুড়া উপজেলার বিলপুকুরিয়া এলাকায় যায় সে। সেখানে নিজ শ্বশুরবাড়ি এলাকার আমির হোসেনের একটি গরু চুরি করে। কিন্তু গরু নিয়ে ফেরার পথে পুলিশের চেকপোস্টে ধরা পড়ে যায়। পরে তাদের জেলে পাঠানো হয়।

এবিষয়ে দেবীদ্বার থানার ওসি কমল কৃষ্ণ ধর জানান, জুয়েলসহ তিন বন্ধু মিলে তার শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে পাশের বাড়ি থেকে একটি গরু চুরি করে পালিয়ে যাচ্ছিল। পথে পুলিশের তল্লাশিতে তারা আটক হয়। জিজ্ঞাসাবাদে সে স্ত্রীর সঙ্গে বাজি ধরে গরু চুরি করতে যাওয়ার কথা স্বীকার করে। তবে আটক তিনজনই পেশাদার চোর এবং জুয়াড়ি। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এএআর/

Exit mobile version