Site icon Jamuna Television

বন্ধুদের সাথে নদীতে গোসল করতে নেমে আর তীরে ওঠা হলো না এসএসসি পরীক্ষার্থীর

পাবনা প্রতিনিধি:

পাবনার ঈশ্বরদীর পদ্মা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে নদীতে ডুবে জুলকার নায়িম নিলয় এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। নিখোঁজের পর প্রায় পাঁচ ঘণ্টা নদীতে তল্লাশি চালিয়ে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল।

ঈশ্বরদী নৌ পুলিশ জানায়, বুধবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে নিলয়সহ তারা চার বন্ধু পাকশী হার্ডিং ব্রিজের পাশে গোসল করতে নেমে নদীতে ডুবে নিলয় নিখোঁজ হয়। সে সময় স্থানীয়রা খোঁজাখুঁজি করে না পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল এসে প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টা চালিয়ে জুলকার নায়িম নিলয়ের মরদেহ উদ্ধার করে।

মৃত নিলয় পাকশী হাসপাতাল কলোনি এলাকার বদিউজ্জামানের ছেলে। সে পাকশী পেপার মিল হাইস্কুল থেকে চলতি বছরে এসএসসি পরীক্ষার্থী ছিল।

/এনএএস

Exit mobile version