Site icon Jamuna Television

অপহৃত আ.লীগ নেতা পূর্বাচল থেকে উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় নিজ বাসার সামনে থেকে অপহৃত কুমিল্লার তিতাস উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা পারভেজ হোসেন সরকার উদ্ধার হয়েছে। রাত ১২টার দিকে রাজধানীর তিনশ ফিট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

রাতে কে বা কারা তাকে তিনশ ফিট এলাকায় ফেলে রেখে যায়। এরপর তিনি বাসায় ফোন দেন। পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেয়। পরে রাত সাড়ে ১২টার দিকে পারভেজকে বাসায় নিয়ে আসা হয়।

এর আগে ২৭ জুলাই শুক্রবার জুমার নামাজ শেষে মসজিদ থেকে বাসায় ফেরার পথে তাকে অপহরণ করা হয়েছিল। নামাজ শেষে পারভেজ বাসায় ফিরলে গেটের সামনে কথা হয় এক যুবকের সাথে। আর তখন পেছন থেকে আরেকজন তাকে জোরপূর্বক টেনে গাড়িতে তোলে।

Exit mobile version