Site icon Jamuna Television

‘পুষ্পা ২’–এর আইটেম গানে নাচের প্রস্তাব ফিরিয়ে দিলেন সামান্থা

ছবি: সংগৃহীত

‘পুষ্পা ২’–এর আইটেম গানে নাচের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন সামান্থা রুথ প্রভু। খবর নিউজ ১৮’র।

‘পুষ্পা’ সিনেমায় অভিনয় না করলেও অংশ নিয়েছিলেন আইটেম গান ‘ও আন্তাভা’তে। মাত্র তিন মিনিট নেচেই পর্দায় ঝড় তুলেছিল দক্ষিণি জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।

প্রথম সিনেমার মতো ‘পুষ্পা ২’–এর আইটেম গানে নাচার জন্য সামান্থা রুথু প্রভুকে প্রস্তাব দেন নির্মাতারা। শুধু নাচ নয়, সিনেমার গল্পে তার জন্য রাখা হয়েছিল কয়েকটা দৃশ্যও। কিন্তু তিনি এই প্রস্তাব ফিরিয়ে দেন।

আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’ ছিল গত বছরের সর্বোচ্চ আয় করা অন্যতম ভারতীয় ছবি। বক্স অফিসে ৩৭৫ কোটির ব্যবসা করেছিল ছবিটি। সেই জনপ্রিয়তার কথা মাথা রেখেই ছবিটির সিকুয়েল তৈরির কথা ভেবেছিলেন নির্মাতারা।

গত ১২ ডিসেম্বর থেকে শুরু হয়েছে ‘পুষ্পা ২’–এর শুটিং। সামান্থাকে না পেলে তার স্থানে কাকে দেখা যাবে তা এখনো জানাননি নির্মাতারা।

/এনএএস

Exit mobile version