Site icon Jamuna Television

হলিউড তারকা রাকেল ওয়েলচ মারা গেছেন

হলিউড অভিনেত্রী রাকুয়েল ওয়েলস। ছবি : সংগৃহীত

হলিউড অভিনেত্রী রাকেল ওয়েলচ মারা গেছেন। বুধবার (১৫ ফেব্রুয়ারি) ৮২ বছর বয়সী এই মার্কিন অভিনেত্রী ও মডেল মারা যান। খবর বিবিসির।

ওয়েলসের ম্যানেজার স্টিভ সউয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এক বিবৃতিতে তিনি জানান, গত কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন এই অভিনেত্রী।

১৯৭৪ সালে ‘থ্রি মাস্কেটিয়ার্স’-এ অনবদ্য অভিনয়ের জন্য ওয়েলচ গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জিতেন। ‘রাইট টু ডাই’-এ অভিনয়ের জন্য ১৯৮৭ সালে ফের তিনি মনোনয়ন পান।

হলিউডের আধুনিককালের নায়িকা নির্ভর অ্যাকশনধর্মী চলচ্চিত্রের জন্য এই আমেরিকান অভিনেত্রীকে কৃতিত্ব দেয়া হয়। এছাড়া ১৯৬০ এর দশকে আন্তর্জাতিকভাবে আবেদনময়ী নারীর প্রতীকে পরিণত হন তিনি।

৭০টির বেশি চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠানে অভিনয় করেন ওয়েলচ। মূলত কল্পবিজ্ঞান নির্ভর ‘ফ্যান্টাস্টিক ভয়েজ’ চলচ্চিত্র মুক্তি পাওয়ার পর তাঁর ক্যারিয়ার এগিয়ে যায়।

এএআর/

Exit mobile version