Site icon Jamuna Television

ইউরোপা লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে বার্সেলোনা

ছবি: সংগৃহীত

ইউরোপা লিগের নকআউট পর্বের প্রথম লেগের ম্যাচে রাতে মুখোমুখি হবে দুই জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড-বার্সেলোনা। স্প্যানিশ লা লিগায় দুর্দান্ত ছন্দে রয়েছে জাভি হার্নান্দেজের শীষ্যরা। সবশেষ ১৬ ম্যাচে অপরাজিত রয়েছে কাতালোনিয়ার ক্লাবটি। অন্যদিকে, মৌসুমের শুরুটা বাজেভাবে করলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে রেড ডেভিলরা।

নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে ম্যানচেস্টার ইউনাইটেডকে আতিথ্য দেবে বার্সেলোনা। বাংলাদেশ সময় রাত পৌনে ১২টায় শুরু হবে ম্যাচটি। চ্যাম্পিয়নস লিগে থেকে টানা দ্বিতীয় মৌসুমে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে বার্সেলোনা। তাইতো নেমে গেছে ইউরোপা লিগে। নকআউট পর্বে তাদের দিতে হবে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে কঠিন পরীক্ষা।

ছবি: সংগৃহীত

তবে, টানা ১১ জয়ে উড়তে থাকা ব্লাউগ্রানারা ইতোমধ্যে জিতেছে স্প্যানিশ সুপারকাপ। কোপা দেল রের শিরোপা মিশনে থাকা জাভি হার্নান্দেজের দল স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। এবার জিততে হলে রেড ডেভিলদের বিপক্ষে সেই ছন্দ দেখাতে হবে।

অন্যদিকে, চ্যাম্পিয়নস লিগে কোয়ালিফাই করতে না পারলেও ইউরোপা লিগ জিততে মরিয়া টেন হাগের দল। প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে তিনে নম্বরে আছে ইউনাইটেড। সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের সবশেষ ১৫ ম্যাচের মাত্র একটিতে হেরেছে ম্যানচেস্টারের ক্লাবটি। তাইতো বার্সার বিপক্ষে জয়ের সামর্থ আছে তাদেরও।

ছবি: সংগৃহীত

সাম্প্রতিক পারফরমেন্সের বিচারে ম্যান ইউনাইটেডের চেয়ে বেশ এগিয়ে বার্সেলোনা। ‘হেড টু হেড’ পরিসংখ্যানেও এগিয়ে বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সা-ম্যান ইউনাইটেডের দেখা হয়েছে ১৩বার। তাতে ৬ জয় বার্সার। ৩ জয় ম্যানইউর। বাকি ৪ ম্যাচ ড্র হয়। তাছাড়া, গত ১৫ বছরে টানা ৪ দেখায় বার্সেলোনার কাছে হেরেছে রেড ডেভিলরা। সবশেষ ২০০৮ সালে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে বার্সাকে ১-০ গোলে হারিয়েছিল রেড ডেভিলরা।

/আরআইএম /এমএন

Exit mobile version