Site icon Jamuna Television

তুরস্ক-সিরিয়ার ভূমিকম্পে প্রায় ৪২ হাজার মরদেহ উদ্ধার, শিশুদের নিয়ে ইউনিসেফের আশংকা

ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি।

তুরস্ক-সিরিয়ার ভূমিকম্পে ৪২ হাজারের কাছাকাছি পৌঁছালো মরদেহ উদ্ধারের সংখ্যা। দুর্যোগের ৯ম দিন পেরিয়ে যাওয়ায় জীবিতদের খোঁজে আর বিশেষভাবে তল্লাশি চালাচ্ছেন না স্বেচ্ছাসেবীরা। জানা গেছে, শুধু তুরস্কেই প্রাণহানির সংখ্যা ৩৫ হাজারের বেশি। আর, সিরিয়ায় মারা গেছেন ৬ হাজারের ওপর। খবর রয়টার্সের।

এদিকে, ইউনিসেফ জানিয়েছে, দুটি দেশে ক্ষতিগ্রস্ত দুই কোটি ৬০ লাখের বেশি মানুষ। যাদের মাঝে রয়েছে ৭০ লাখের মতো শিশু।

সংস্থাটির উদ্বেগ, প্রাণহানির তালিকায় রয়েছে শিশুদের বিশাল একটা অংশ, যা মর্মান্তিক। ইউনিসেফের হিসাব অনুযায়ী, তুরস্কে ক্ষতিগ্রস্ত শিশুদের সংখ্যা ৪৬ লাখ, আর সিরিয়ায় এ সংখ্যা ২৫ লাখ। খোলা আকাশের নীচে থাকায় তাদের অনেকেই হাইপোথার্মিয়ায় ভুগছে। চিকিৎসার অভাবে হতে পারে মৃত্যুও।

এছাড়া, এতো বড় দুর্যোগের কারণে দীর্ঘমেয়াদী মানসিক সমস্যা এবং শ্বাসকষ্টে ভুগবে শিশুরা- এমনটাও আশঙ্কা ইউনিসেফের।

/এসএইচ

Exit mobile version