Site icon Jamuna Television

চিনি ও ফিটকিরি মিশিয়ে খেজুর গুড় তৈরি, কারিগর আটক

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের চিনি ও ফিটকিরি মিশিয়ে খেজুর গুড় তৈরির কারখানা থেকে একজনকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার দিবাগত রাতে কালিগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামে অভিযান পরিচালনা করে জব্দ করা হয়েছে ১০৫ কেজি ভেজাল গুড়।

পুলিশ জানায়, কালীগঞ্জের গোপালপুর গ্রামের বসির মন্ডল দীর্ঘদিন ধরে চিনি, হাইড্রোজ ও ফিটকিরি মিশিয়ে ভেজাল গুড়ের কারখানা চালিয়ে আসছিলেন এমন খবরে অভিযান চালায় পুলিশ। সেসময় হাতে নাতে গুড় তৈরির সময় বসির মন্ডলকে আটক করা হয়। জব্দ করা হয় ১০৫ কেজি ভেজাল গুড়।

ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি মইন উদ্দীন জানান, এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ডিবি পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করে আসামিকে কালীগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

ইউএইচ/

Exit mobile version