Site icon Jamuna Television

ইবি ছাত্রীকে বিবস্ত্র করে নির্যাতন, তদন্ত শুরু করেছে বিশ্ববিদ্যালয় গঠিত দুই কমিটি

ফাইল ছবি

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে রাতভর নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগ তদন্তে কাজ শুরু করেছে বিশ্ববিদ্যালয় গঠিত দু’টি কমিটি। এদিকে, অভিযুক্ত দুই ছাত্রীকে ক্যাম্পাস ছাড়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেবা মণ্ডলকে আহ্বায়ক করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি ও হল প্রশাসনের আলাদা আরেকটি কমিটি গঠন করা হয়। উভয় কমিটিকে আগামী ৭ কার্য দিবসের মধ্যমে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এদিকে, অভিযোগ তদন্তে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পক্ষ থেকে আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটীর নেতারা।

প্রসঙ্গত, কথা না শোনা ও সিনিয়রদের সাথে বেয়াদবির অজুহাতে গত শনিবার প্রথম দফায় নির্যাতন করা হয় প্রথম বর্ষের ওই ছাত্রীকে। অভিযোগ, পরদিন রোববার আবারও তাকে নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণ করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সানজিদা চৌধুরী অন্তরা ও তার সহযোগীরা। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি সাধারণ শিক্ষার্থীদের।

/এসএইচ

Exit mobile version