Site icon Jamuna Television

ফেসবুকের পর এবার টুইটারের দরপতন

ফেসবুকের পর, এবার পুঁজিবাজারে ব্যাপক দরপতনের মুখে জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট- টুইটার। বিশ্বের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠানটি শুক্রবার এক ধাক্কায় ২০ শতাংশ দর হারায়।

জানা যায়, বছরের দ্বিতীয়ার্ধে টুইটার ব্যবহারকারীর সংখ্যা ৩৩ কোটিতে নেমে এসেছে। যা তিন মাস আগেও ছিল ৪৩ কোটির বেশি। এ খবর প্রকাশের পরই প্রভাব পড়ে পুঁজাবাজারে।

টুইটারের প্রধান নির্বাহী জ্যাক ডোর্সির দাবি- গেল তিন মাসে বিপুলসংখ্যক ভুয়া অ্যাকাউন্ট মুছে দিয়েছে টুইটার। যে কারণে কমেছে ব্যবহারকারীর সংখ্যা।

এর আগে, বৃহস্পতিবার মাত্র দুই ঘণ্টায় পুঁজিবাজারে ১১৯ বিলিয়ন ডলার হারায়- ফেসবুক।

সাম্প্রতিক সময়ে নানা কেলেঙ্কারিতে জড়িয়ে চাপের মুখে রয়েছে বিশ্বের বড় বড় সব প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।

আর এতে বড় রকমের এই দরপতনে প্রমাণ হয় টুইটার, গুগল এবং ফেসবুকের মতো প্রযুক্তি কোম্পানিগুলোর শুদ্ধি অভিযান নিয়ে বিনিয়োগকারীর শঙ্কার মুখে রয়েছেন। ভুঁয়া সংবাদ এবং নির্বাচনে প্রভাবিত করার অভিযোগে ১ বছর ধরেই প্রযুক্তি খাত সংশোধনের মধ্য দিয়ে যাচ্ছে।

Exit mobile version