Site icon Jamuna Television

রাজধানীতে ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ গ্রেফতার ২৯

ছবি: প্রতীকী

রাজধানীর বিভিন্ন এলাকা হতে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের মূলহোতাসহ ২৯ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র‍্যাব-৩ এর সিও লে. কর্নেল আরিফ মহিউদ্দিন।

তিনি বলেন, রাকেশ এই ছিনতাইকারী চক্রের মূলহোতা। বুধবার রাতভর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে আসামিদের কাছ থেকে মোবাইল ও নগদ টাকাসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র জব্দ করা হয়।

ব্রিফিংয়ে জানানো হয়, এই চক্রটি যে কোনো উৎসবকে কেন্দ্র করে তাদের তৎপরতা বাড়ায়। চক্রের অন্যান্য সদস্যরা বিভিন্ন অলি গলিতে ওঁৎ পেতে থাকে। আর সুযোগ পেলেই পথচারী, রিকশা আরোহী, যানজটে থাকা সিএনজি যাত্রীদের ধারালো অস্ত্র দেখিয়ে সর্বস্ব লুটে নেয়।

ইউএইচ/

Exit mobile version