Site icon Jamuna Television

রাজধানীতে শুরু হয়েছে আন্তর্জাতিক অপটিক্যাল ফেয়ার, বাংলা অপটিকা- ২০২৩

রাজধানীতে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী আন্তর্জাতিক অপটিক্যাল ফেয়ার, বাংলা অপটিকা- ২০২৩। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে শনিবার পর্যন্ত চলবে এই মেলা।

দেশ বিদেশের ৩৫টি স্টল অপটিক্যাল ফেরারে অংশ নেয়। এর মধ্যে আমেরিকার ১টি ও ভারতের দুটি স্টল রয়েছে।

আয়োজকরা জানান, দেশীয় শিল্পের প্রসার আর নতুন পণ্যে প্রদর্শনী করায় এই মেলার প্রধান লক্ষ্য। মেলার উদ্বোধন করেন এফবিবিসিআইয়ের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন। চশমা শিল্পের সঙ্গে জড়িতদের পাশাপাশি বাংলা অপটিকা ফেয়ারে উপস্থিত ছিলেন বিভিন্ন ব্যবসায়ী নেতারা।

অনুষ্ঠানে ব্যবসার প্রসারের মাধ্যমে কর্মসংস্থান বাড়াতে চশমা শিল্পের কাঁচামালের ওপর আমদানি শুল্ক প্রত্যাহারের দাবি জানানো হয়।

ইউএইচ/

Exit mobile version