Site icon Jamuna Television

১০ টাকার লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি :

গাইবান্ধা সদর উপজেলায় দশ টাকার লোভ দেখিয়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করেছেন শিশুটির বাবা। তবে অভিযুক্ত যুবক সুজা মিয়াকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

অভিযুক্ত সুজা মিয়া (২৪) সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের কদমতলা পশ্চিম কোমড়নই গ্রামের ইসলাম মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করে সদর থানার (ওসি তদন্ত) ওয়াহেদুল ইসলাম জানান, ধর্ষণ চেষ্টার অভিযোগে সুজা মিয়ার বিরুদ্ধে সদর থানায় এজাহার দায়ের করেছেন শিশুর বাবা। ভুক্তভোগীকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করাসহ অভিযুক্ত সুজা মিয়াকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ভুক্তভোগী শিশুর বাবার অভিযোগ, গত ১৪ ফেব্রুয়ারি সকালে প্রতিদিনের মতো নিজ বাড়ির উঠানে শিশুটি খেলা করছিল। এ সময় সুজা মিয়া সুযোগ বুঝে শিশুটিকে দশ টাকার লোভ দেখিয়ে পাশের একটি ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন আসলে সুজা দ্রুত পালিয়ে যায়। ঘটনার পর মানসিকভাবে বিপর্যস্ত হওয়ায় শিশুটিকে চিকিৎসার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ইউএইচ/

Exit mobile version