Site icon Jamuna Television

ভোটগ্রহণ চলছে ত্রিপুরার বিধানসভায়

ভারতের ত্রিপুরা রাজ্যে বিধানসভায় ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে শুরু হয় ভোটাভুটি। রাজ্যের ৬০টি বিধানসভায় চলছে ভোটগ্রহণ।

চলতি বিধানসভা নির্বাচনে পুরো রাজ্যে সব মিলিয়ে ৩ হাজার ৩৩৭টি ভোটকেন্দ্র রয়েছে। এবারের নির্বাচনে প্রায় ২৯ লাখ ভোটার রয়েছেন। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা করতে প্রয়োজনীয় সব রকমের পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচনে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি ৫৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। অন্যদিকে বাম-কংগ্রেসের জোট প্রার্থী দিয়েছে সবগুলো আসনেই। তৃণমূল কংগ্রেস প্রার্থী দিয়েছে ২৮টি আসনে। জরিপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিললেও এগিয়ে রাখা হচ্ছে সিপিএম নেতৃত্বাধীন বাম-কংগ্রেসের জোটকে। তবে নির্বাচনের ফলাফল ঘোষণার পরই পরিস্থিতি পরিষ্কার হবে।

এসজেড/

Exit mobile version