Site icon Jamuna Television

আল কায়েদার নতুন প্রধান সাইফ আল-আদেল

সন্ত্রাসী সংগঠন আল কায়েদার নতুন প্রধান হয়েছেন প্রাক্তন মিসরীয় স্পেশাল ফোর্সের অফিসার সাইফ আল-আদেল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বুধবার এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আল-আদেলের মাথার বিনিময়ে ১ কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করা আছে। তবে আল কায়েদা আনুষ্ঠানিকভাবে আয়মান আল-জাওয়াহিরির উত্তরসূরি হিসেবে তার নাম ঘোষণা করেনি। গত বছর কাবুলে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন জাওয়াহিরি। ২০১১ সালে সংগঠনটির প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেন নিহত হওয়ার পর থেকে সংগঠনটির জন্য বড় ধাক্কা ছিল এই হত্যাকাণ্ড।

এর আগে গত জানুয়ারিতে এক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা বলেছিলেন যে, জাওয়াহিরির উত্তরসূরি কে হবেন সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। তবে জাতিসংঘের একটি মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বর এবং ডিসেম্বরের আলোচনায় অনেক সদস্য রাষ্ট্র এই বিষয়ে একমত যে, সাইফ আল-আদেল ইতোমধ্যেই সংগঠনের ডি ফ্যাক্টো নেতা হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি বর্তমানে সংগঠনের ‘অপ্রতিদ্বন্দ্বী’ নেতা।

ইউএইচ/

Exit mobile version