Site icon Jamuna Television

‘ফিরে এসো নিবিড়, ফিরে এসো বাবা মায়ের কোলে’

ছবি: সংগৃহীত

কানাডার টরন্টোতে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় হাসপতালের ভর্তি আছেন জনপ্রিয় গায়ক কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার দে। 

আর তার সুস্থতায় সকলের কাছে দোয়া চেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি বলেন, ফিরে এসো নিবিড়। ফিরে এসো বাবা মায়ের কোলে আল্লাহর কাছে তোমার জন্য দয়া চাই।

পোস্টে তিনি আরও বলেন, কানাডার টরন্টোতে সড়ক দুর্ঘটনায় তিনজন সন্তান মারা গেছে আমাদের। তাদের পরিবারের প্রতি সমবেদনা। আমাদের সন্তানরা ভালো থাকুক এটাই চাওয়া আল্লাহর কাছে। শ্রদ্ধাভাজন কুমার বিশ্বজিৎ দাদা আর নাইমা ভাবি- আপনাদের সঙ্গে আমরা আছি। শক্ত থাকুন।

/এনএএস

Exit mobile version