Site icon Jamuna Television

হাজার কোটি টাকা ব্যবসা করেছে ‘পাঠান’, তবুও বিমানের টিকিটের টাকা নেই দীপিকার?

দ্বিতীয় সপ্তাহ পার করে তৃতীয় সপ্তাহে পাঠান। এখনও ঝড় জারি রয়েছে বক্স অফিসে। দেশে বিদেশে মিলে ইতোমধ্যেই হাজার কোটি টাকার ব্যবসা করে ফেলছে ছবি। অথচ বিমানের ইকোনোমি ক্লাসে চড়তে দেখা গেছে দীপিকাকে। খবর আনন্দবাজারের।

সম্প্রতি দীপিকা পাড়ুকোনকে দেখা গেছে যাত্রীভর্তি বিমানে নিজের জায়গা খুঁজে নিতে। পরনে কমলা রঙের জ্যাকেট, মাথায় কমলা বেসবল টুপি, চোখে সানগ্লাস। তবে তিনি কেনো ইকোনোমি ক্লাসে চড়ছেন তার কারণ স্পষ্ট নয়। এ নিয়ে দেখা গেছে নেটিজেনদের ভেতর নানান প্রতিক্রিয়া। অনেকে ট্রোল করে বলছেন, এতো টাকার ছবিতে কাজ করেও কি বিমানে চড়ার টাকা নেই অভিনেত্রীর কাছে?

বলিউডে অবশ্য এমন দৃশ্য নতুন নয়। মাঝে মাঝেই তারকাদের দেখা যায় সাধারণ মানুষের ভিড়ে। কয়েকদিন আগেও ক্যাটরিনা কাইফকে এমনভাবে দেখা গিয়েছিলো। স্বামী ভিকি কৌশলের সঙ্গে বিমানে ছিলেন অভিনেত্রী।

এটিএম/

Exit mobile version