Site icon Jamuna Television

ডাক্তার দেখিয়ে ফিরছিলেন, মাইক্রোবাসের চাপায় প্রাণ গেলো শিক্ষকের

স্টাফ করেসপনডেন্ট, রংপুর:

রংপুর মহানগরীতে মাইক্রোবাসের চাপায় সুলতান উদ্দিন (৬৪) নামের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর-দিনাজপুর মহাসড়কের হাজিরহাট এলাকায় এ দুর্ঘটনা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের হাজিরহাট থানার অফিসার ইনচার্জ রাজিব বসুনিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত সুলতান নীলফামারীর জলঢাকা উপজেলার উত্তর বেনুবন্দর এলাকার বাসিন্দা। তিনি পেশায় শিক্ষক। রংপুরে চিকিৎসক দেখিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন তিনি। পথিমধ্যে হাজিরহাট এলাকায় পৌঁছলে রংপুরগামী দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে মাইক্রোবাসটিকে তাৎক্ষণিক আটক করা সম্ভব হয়নি। মামলার প্রস্তুতিসহ গাড়ি চালককে আটকের চেষ্টা চলছে।

এটিএম/

Exit mobile version