Site icon Jamuna Television

৬৪ রান করে ফিরে গেলেন শান্ত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ব্যাট করতে নেমে ৪৫ বলে ৬৪ রানে সাজঘরে ফিরলেন নাজমুল হাসান শান্ত। শেষ খবর পাওয়া পর্যন্ত সিলেটের সংগ্রহ ১৫.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৪ রান।

টসে হেরে ব্যাট করতে নেমে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন সিলেটের ওপেনার নাজমুল শান্ত। ইনিংসের প্রথম ওভারে আন্দ্রে রাসেলের বলে তিনটি চার মারেন তিনি। এরপর ওভারের শেষ বলে ওভার থ্রো থেকে আরও ৫ রান পায় সিলেট। প্রথম ওভারে ১৮ রান সংগ্রহ করে সিলেট।

ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই কুমিল্লাকে সাফল্য এনে দেন স্পিনার তানভির ইসলাম। দলীয় ১৮ রানে ২ বলে ০ রান করে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান তৌহিদ হৃদয়। এরপর ক্রিজে আসেন অধিনায়ক মাশরাফী। ৪ বলে রাসেলের বলে ইমরুলের কাছে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

মাশরাফীর বিদায়ের পর ক্রিজে আসেন মুশফিকুর রহিম। মুশফিককে সাথে নিয়ে বড় সংগ্রহের দিকে আগাতে থাকেন শান্ত। কিন্তু দলীয় ১০৫ রানে মইন আলির বলে বোল্ড হয়ে যান শান্ত। করেন ৯টি চার আর ১টা ছক্কায় ৪৫ বলে ৬৪ রান। ক্রিজে ৩৩ বলে ৪৫ রানে অপরাজিত আছেন মুশফিক। তার সঙ্গ দিচ্ছেন রাইয়ার্ন বার্ল। তিনি আছেন ৬ রানে।

ইউএইচ/

Exit mobile version