Site icon Jamuna Television

বিপিএলের মঞ্চে ৫০০ রানের মাইলফলকে শান্ত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) কোনো আসরে এর আগে সিলেটের কোনো ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ সাফল্য পায়নি। তবে এবারে মাশরাফী বিন মোর্ত্তজার নেতৃত্বাধীন সিলেট স্ট্রাইকার্স উঠে গেছে ফাইনালে। যেখানে ব্যাট হাতে বড় অবদান রেখেছেন নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, তৌহিদ হৃদয়রা।

সমালোচনার তীরে বিদ্ধ হতে থাকা নাজমুল হোসেন শান্ত এবারের আসরে ছাড়িয়ে গেছেন সবাইকেই। নিজের দলের পক্ষে সর্বোচ্চ তো বটেই, সবমিলে এবারের আসরে একমাত্র ব্যাটার হিসাবে ৫০০ রানের গণ্ডি পার করেছেন তিনি।

এর আগে ২০১৮-১৯ মৌসুমে বিপিএলের মঞ্চে প্রথম ক্রিকেটার হিসেবে পাঁচশ রানের মাইলফলক পেরিয়েছিলেন রাইলি রুশো। এই প্রোটিয়ান ক্রিকেটার রংপুর রাইডার্সের হয়ে ১টি সেঞ্চুরি এবং ৫টি ফিফটিতে করেছেন ৫৫৮ রান।

শান্ত ফাইনালের মঞ্চে মাঠে নামার আগে করেছিলেন ৪৫২ রান। ফাইনালে ফিফটি হাঁকানোর মধ্য দিয়ে ছুঁয়ে ফেলেছেন পাঁচশ রানের মাইলফলক। ফাইনালের মঞ্চে ৬৪ রানের সুবাদে টুর্নামেন্টে করেছেন আসর সর্বোচ্চ ৫১৬ রান।

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়ে বিপিএলের মঞ্চে পাঁচশ ছুঁয়েছেন শান্ত। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে এর আগে বিপিএলে সর্বোচ্চ ছিল মুশফিকুর রহিমের ৪৯১ রান।

ইউএইচ/

Exit mobile version