Site icon Jamuna Television

চেনাই দায় চঞ্চলকে, প্রকাশ্যে ‘পদাতিক’র আরও ছবি

মৃণাল সেনের জীবনের ঘটনাপ্রবাহ নিয়ে চলচ্চিত্র বানাচ্ছেন টালিউডের খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জি। সেখানে মৃণাল সেনের চরিত্রে থাকবেন বাংলাদেশের কৃতীমান অভিনেতা চঞ্চল চৌধুরী। কী রূপে তাকে দেখা যাবে, তার এক ঝলক গত ১৩ জানুয়ারিই প্রকাশ্যে এসেছে। এক মাস পর আবারও সামনে এলো কিছু স্থিরচিত্র।

নতুন প্রকাশিত এই ছবিগুলোতে যেন চঞ্চলকে চেনাই দায়। মৃণাল সেনের রূপে চঞ্চলের চারটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী শাহনাজ খুশি। দেশের অনেক শিল্পী ও সাধারণ দর্শক ছবিগুলো নিয়ে অভিনেতাকে প্রশংসায় ভাসাচ্ছেন। সম্পূর্ণই বদলে গেছে চঞ্চল চৌধুরীর চেহারা।

বর্তমানে শুটিংয়ে ব্যস্ত চঞ্চল। এই মুহূর্তে কলকাতায় অবস্থান করছেন তিনি। কলকাতার বেচু চ্যাটার্জি স্ট্রিটে চলছে ‘পদাতিক’র শুটিং। শুটিংয়ে আরও রয়েছেন টালিউড অভিনেত্রী মনামী ঘোষ। তিনি অভিনয় করছেন মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে।

এসজেড/

Exit mobile version