গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জে ব্যাটারি চালিত ভ্যান ও অটোবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ভ্যান চালক মিঠু মিয়ার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে সুন্দরগঞ্জ-গাইবান্ধা সড়কের ধোপাডাঙ্গা ইউনিয়নের ইন্দ্রারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পেশায় ভ্যান চালক মিঠু মিয়ার (৪২) বাড়ি গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের কিশামত মালিবাড়ী গ্রামে। মিঠু মিয়া ওই গ্রামের শাহাব উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, একটি ব্যাটারি চালিত অটোভ্যান লক্ষ্মীপুর বাজারের দিকে যাচ্ছিল। এসময় ভ্যানটি ইন্দ্রারপাড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অটোবাইক ধাক্কা দেয়। এতে ভ্যানের চালক ছিটকে রাস্তায় পড়ে গিয়ে মাথায় আঘাত পায়। পরে ঘটনাস্থলেই মৃত্যু হয় মিঠুর।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়রা ভ্যান ও অটোবাইক আটক করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এটিএম/

