Site icon Jamuna Television

পদত্যাগ করছেন ইউটিউবের সিইও, দায়িত্ব নেবেন নীল মোহন

পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইউটিউবের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুসান ওয়াজসিকি। দীর্ঘ নয় বছর ধরে বিশ্বের বৃহত্তম অনলাইন ভিডিও প্ল্যাটফর্মের নেতৃত্বে আছেন সুসান। খবর নিউয়র্ক পোস্টের।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ইউটিউবের অফিশিয়াল ব্লগ পোস্টে তিনি তার পদত্যাগের কথা জানান।

সুসান জানান, তার পদত্যাগের পর দায়িত্ব নেবেন ইউটিউবের প্রধান পণ্য কর্মকর্তা নীল মোহন। এমন সিদ্ধান্তের কারণ হিসেবে জানান পরিবার, স্বাস্থ্য এবং ব্যক্তিগত জীবনের প্রতি মনোযোগ দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন।

গুগলের একদম প্রথম দিকের কর্মচারি সুসান। প্রায় ২৫ বছর ধরে তিনি এ প্রতিষ্ঠানের সাথে আছেন।

এটিএম/

Exit mobile version