Site icon Jamuna Television

ভূমিকম্পের ২৬০ ঘণ্টা পরও অলৌকিকভাবে উদ্ধার পেলো কিশোর

ছবি : সংগৃহীত

ভূমিকম্পের পর সময় পেরিয়ে গেছে অনেকটা। তবুও তুরস্ক-সিরিয়ার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার পাচ্ছেন অনেকে। স্থানীয় সময় শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ভোরেও, হাতয় প্রদেশের ভগ্নস্তূপ থেকে উদ্ধার পায় এক শিশু। খবর রয়টার্সের।

এদিকে ভূমিকম্পের ২৬০ ঘণ্টা পর, প্রাণে বেঁচে ফিরলো এক কিশোর। তাকে উদ্ধারের জন্য রাতভর অভিযান চালান উদ্ধারকর্মীরা। টর্চ লাইটের আলোয় চলে খোঁড়াখুঁড়ি।

এ ঘটনার দুই ঘণ্টা আগেই মধ্যরাতে কারামানমারাশ প্রদেশে উদ্ধার পান এক নারী। ৪২ বছর বয়সী ওই নারীর নাম নেসলিহান কিলিক। উদ্ধারকর্মীরা জানান- হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি। দ্রুত তাকে পাঠানো হয়েছে হাসপাতালে। কিলিকের স্বামী ও দুই সন্তান এখনো নিখোঁজ। একই ভবন থেকে, দুর্যোগের ২৪৮ ঘণ্টা পর উদ্ধার পায় ১৭ বছরের এক কিশোরী।

এএআর/

Exit mobile version