Site icon Jamuna Television

ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

ছবি: সংগৃহীত

আজ থেকে শুরু হচ্ছে বোর্ডার-গাভাস্কার ট্রফির ২য় টেস্ট। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। এই ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হলো স্পিনার ম্যাথু কুনেম্যানের। সেই সাথে ভারতের চেতেশ্বর পূজারার এটি শততম টেস্ট ম্যাচ।

সিরিজের প্রথম ম্যাচে প্যাট কামিন্সের দলকে ইনিংস ও ১৩২ রানে হারায় টিম ইন্ডিয়া। তাই দ্বিতীয় ম্যাচেও সেই ধারা বজায় রাখতে চাইবে রোহিত শর্মার দল। অন্যদিকে, ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে মাঠে নামবে অজিরা। দুই দলেই রয়েছে একাধিক পরিবর্তন। এই ম্যাচে ভারতীয় দলে একটি বদল হয়েছে। সূর্যকুমার যাদবের বদলে খেলছেন শ্রেয়াস আইয়ার। মিডল অর্ডারকে শক্তিশালী করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। অস্ট্রেলিয়া দলে একাধিক বদল হয়েছে। ম্যাট রেনশর বদলে দলে এসেছেন ট্রেভিস হেড। স্কট বোল্যান্ডের বদলে খেলছেন কুনেম্যান।

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়া একাদশ:

ডেভিড ওয়ার্নার, উসমান খাওয়াজা, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ট্র্যাভিস হেড, পিটার হ্যান্ডসকম্ব, অ্যালেক্স কেরি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), টড মারফি, নাথান লিয়ন, ম্যাথিউ কুহনেম্যান।

ভারত একাদশ:

রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, চেতেশ্বর পূজারা, ভিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএস ভারত (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, মোহম্মদ শামি, মোহম্মদ সিরাজ।

আরআইএম/ইউএইচ/

Exit mobile version