Site icon Jamuna Television

ছুটির দিনে অন্যরকম আবহ অমর একুশে বইমেলায়

শুক্রবার ছুটির দিনে অন্যরকম আবহ অমর একুশে বইমেলায়। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় শুরু হয়েছে শিশু প্রহর। চলবে দুপুর একটা পর্যন্ত।

সিসিমপুরের নানা চরিত্রের সাথে মেতে উঠেছে শিশুরা। চোখের সামনে হালুম, টুকটুকিদের দেখতে পেয়ে উচ্ছ্বসিত সবাই। ভিড় এড়িয়ে বাবা-মা আর অভিভাবকের হাত ধরে বই কিনছে অনেকেই। রঙিন মলাটের বই হাতে পেয়ে খুশি নতুন বই পড়ুয়ারা।

কারো কারো পড়ার বয়স না হলেও বইয়ের সাথে পরিচয় করিয়ে দিতে মেলায় নিয়ে এসেছেন পরিবারের সদস্যরা। এবারের মেলায় শিশুদের জন্য নির্ধারিত চত্বর আরও বড় পরিসরে। তাই স্বাচ্ছন্দ্যে ঘুরেফিরে বই কিনতে পারছে কোমলমতিরা।

প্রকাশক-লেখকরা আশা করছেন, বাবা-মায়েরা আরও সচেতন হলে মোবাইল ফোন থেকে বইমুখী হবে নতুন প্রজন্ম।

ইউএইচ/

Exit mobile version