Site icon Jamuna Television

পিকে হালদারের ভাইয়ের জামিন শুনানি আজ

বাংলাদেশ থেকে হাজার কোটি টাকা পাচার মামলার অন্যতম আসামি পিকে হালদারের ভাই প্রাণেশ কুমার হালদারের জামিন আবেদনের শুনানি আজ। বৃহস্পতিবারের (১৬ ফেব্রুয়ারি) শুনানি শেষে এ সিদ্ধান্ত জানান ভারতের পশ্চিমবঙ্গের ব্যাঙ্কশাল আদালত।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টায় শুরু হবে আদালতের কার্যক্রম। এর আগে, প্রাণেশ কুমারের পক্ষে জামিন আবেদন করেছিলেন তার আইনজীবী বিশ্বজিৎ মান্না। কিন্তু, এ আবেদনের বিরোধিতা করেন ইডির কৌসুলি।

জানা গেছে, শুনানির সময় অভিযুক্তদের উপস্থিত থাকতে হবে না। তবে, আগামী ২৮ মার্চ সকল অভিযুক্তকে আদালতে হাজিরা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশ থেকে হাজার কোটি টাকা পাচারের অভিযোগে গত বছরের মে মাসে গ্রেফতার হন পি কে হালদারসহ ৬ জন। ব্যাঙ্কশাল আদালতে চলছে তার মামলার শুনানি।

এএআর/

Exit mobile version