Site icon Jamuna Television

কোটালীপাড়ায় বেকারির কারখানা থেকে শ্রমিকের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ:

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বেকারির কারখানা থেকে বাচ্চু মোল্লা (৩৫) নামে এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ফেব্রুয়ারি) ভোরে উপজেলার কয়খা গ্রামের বিসমিল্লাহ বেকারির কারখানার রান্না ঘর থেকে কোটালীপাড়া থানা পুলিশ বাচ্চু মোল্লার লাশ উদ্ধার করে। সে কোটালীপাড়ার কয়খা গ্রামের জহর মোল্লার ছেলে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টায় একটি ফোন পেয়ে বাড়ি থেকে বাচ্চু মোল্লা বের হয়ে যায় বলে জানিয়েছেন তার স্ত্রী সম্পা বেগম। তিনি বলেন, মাঝবাড়ি গ্রামের এক নারীর সাথে আমার স্বামীর পরকীয়া প্রেম ছিল। ওই নারীর স্বামী আমার স্বামীকে হত্যা করেছে বলে আমার ধারণা। আমি সঠিক তদন্তের মাধ্যমে আমার স্বামী হত্যার বিচার চাই।

কোটালীপাড়া থানার এসআই আমিনুল ইসলাম বলেন, স্থানীয় লোক মারফত আমরা খবর পেয়ে বাচ্চু মোল্লার লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করি। এ বিষয়ে কোটালীপাড়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পরে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

ইউএইচ/

Exit mobile version