Site icon Jamuna Television

১০০ বছর পর গন্তব্যে পৌঁছালো চিঠি

ছবি: সংগৃহীত

১০০ বছর পর গন্তব্যে পৌঁছেছে একটি চিঠি। চিঠিটি পোস্ট করা হয়, ১৯১৬ সালের ফেব্রুয়ারিতে। কিন্তু একশ বছরের বেশি সময় পর এটি দক্ষিণ লন্ডনের হ্যামলেট রোডের একটি বাড়ির ঠিকানায় এসে পৌঁছায়। খবর বিবিসি’র।

১০০ বছর পর গন্তব্যে চিঠি পাওয়ায় সেখানকার বর্তমান বাসিন্দারা হতবাক হয়েছেন।

ফিনলে গ্লেন নামের এক বাসিন্দা বলেন, চিঠিতে বছরের জায়গায় ৬ ফেব্রুয়ারি ১৬ লেখা রয়েছে। তাই আমরা মনে করেছিলাম এটা হয়তো ২০১৬ সালের চিঠি। কিন্তু আমরা লক্ষ্য করলাম স্ট্যাম্পটা রানীর সময়ের নয়, এটা রাজার।

২৭ বছর বয়সী গ্লেন জানান, যখন আমার বুঝতে পারলাম চিঠিটি অনেক পুরোনো, তখন এটিকে খোলা ঠিক হয়েছে বলে মনে হয়।

যুক্তরাজ্যের পোস্টাল সার্ভিস আইন-২০০০ অনুযায়ী, নিজের ঠিকানায় না আসা চিঠি খোলা অপরাধ। কিন্তু এক্ষেত্রে যদি অপরাধ হয়, তাহলে ক্ষমা চাইতে রাজি গ্লেন।

/এনএএস

Exit mobile version